২১ মে ১৯৭১ঃ লালদিঘীর জনসভায় মওলানা সিদ্দিক আহমেদ ও মাহমুদুন্নবি চৌধুরী।
নেজামে ইসলাম এর পূর্ব পাকিস্তান সভাপতি মওলানা সিদ্দিক আহমেদ চট্টগ্রামে লালদিঘী ময়দানে এক জনসভায় নিজেদের মধ্যে ব্যাক্তিগত ও রাজনৈতিক বিরোধ ভুলে গিয়ে পাকিস্তানকে সার্বিক ভাবে শত্রুমুক্ত রাখতে মিলিত ভাবে কাজ করার জন্য প্রদেশের শান্তি কমিটি গুলোর সকল সদস্যদের প্রতি আহবান জানান। তিনি বলেন রাষ্ট্র ও সমাজবিরোধীদের তৎপরতা বন্ধ করে পূর্ণ স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সশস্র বাহিনীর সাথে সহযোগিতা করা শুধু শান্তি কমিটির সদস্যদের কাজ নহে এ কাজ দেশপ্রেমিক সকল নাগরিকেরও। চট্টগ্রাম শান্তি কমিটি আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম শান্তি কমিটি আহ্বায়ক মাহমুদুন্নবি চৌধুরী। সভায় মাহমুদুন্নবি তার বক্তৃতায় বলেন পাকিস্তান কে ধ্বংস করার ব্যাপারে পাকিস্তান ও ভারতে বসবাসকারী হিন্দুরা তৎপর। তিনি শত্রুদের ভুমিকা সম্পর্কে সজাগ থাকার জন্য কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান। সভায় কয়েকজন অবাঙ্গালী বক্তা বক্তব্য প্রদান করেন।