২০ মে ১৯৭১ঃ চুকনগরে গণহত্যা
এদিন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় অতর্কিত হামলা চালিয়ে কয়েক হাজার শরণার্থীকে হত্যা করে। ঘটনার বিবরণে জানা গেছে, ১৯৭১ সালের ২৫ মার্চ পাক হানাদার বাহিনী এ দেশের নিরীহ নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর প্রাথমিকভাবে শুরু হয় বাঙালিদের প্রতিরোধ যুদ্ধ। ১৯৭১ এর ১৯ মে বিকাল থেকে খুলনা, বাগেরহাটসহ বিভিন্ন স্থান থেকে বাস্তুহারা মানুষ ভারতে যাওয়ার আগে চুকনগর বাজার ও আশপাশ এলাকায় জড়ো হয়। ২০ মে সকালে চুকনগর হাইস্কুল, বাজার, চাঁদনী ও পাতাখোলা বিল এলাকায় সমবেত নারী-পুরুষ পরিবার পরিজন নিয়ে খাবার রান্নার প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যেই সাতক্ষীরা থেকে পাক বাহিনীর বেশ কয়েকটি গাড়ি চুকনগরে এসে থামে। কেউ কিছু বুঝে উঠার আগেই মেশিন গান ও রাইফেলের গুলি চালতে থাকে। অর্ধমৃত ব্যক্তিদের বেয়নেট দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করা হয়। জীবন বাঁচাতে দৌড়ে পালানোর সময় মানুষ নদীতে পরে ডুমে মারা যায়। ধারণা করা হয়, সেদিন কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়।