২০ মে ১৯৭১ঃ স্বরাষ্ট্রমন্ত্রী এএইচএম কামরুজ্জামান
স্বাধীন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এএইচএম কামরুজ্জামান, ইউএনআই-এর সাথে এক সাক্ষাৎকারে বলেন, পাকিস্তান সরকার এখনও বাংলাদেশের ভিতরে তাদের প্রশাসন পুনঃ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। তারা বলছে প্রদেশের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু তারা কেন কোন নিরপেক্ষ পর্যবেক্ষকদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দিচ্ছে না। সরকারী কর্মচারীরা তাদের কোনরূপ সমর্থন করছেন না। আমরা ধর্মের বিরুদ্ধে নই, দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছি। পাকিস্তান বাহিনী এখন সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর তালে আছে। আমাদের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার আইনগত অধিকার ছিনিয়ে নেয়া হয়েছে। তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে আমাদের সংগ্রাম নয়। আমরা ইসলামসহ সকল ধর্মের মূল্যবোধ ও শিক্ষাকে রক্ষা ও সংরক্ষণ করবো। আমরা শোষনমুক্ত, সুষম ও শ্রেনীহীন সমাজ ব্যবস্থা কায়েমে বদ্ধপরিকর, যেখানে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে মানুষ মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। যাঁরা বাংলাদেশকে নিজেদের মাতৃভূমি হিসেবে স্বীকার করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে, তাঁরা যে ধর্মবলম্বীই হোন না কেন তাঁরা আমাদের ভাই। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে বিশ্বাসঘাতক হিসেবে দখলদার বাহিনীর সহযোগিতা করেছে, তারা যে ধর্মের হোক, আমাদের শত্রু বাংলাদেশের শত্রু।