২০ মে ১৯৭১ঃ চট্টগ্রামে পিডিপি ভাইস প্রেসিডেন্ট মাহমুদ আলী
পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি ভাইস প্রেসিডেন্ট মাহমুদ আলী চট্টগ্রামে মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে স্থানীয় শান্তি কমিটি আয়োজিত সভায় বলেন পূর্ব পাকিস্তানে কিছু সংখ্যক রাষ্ট্র বিরোধী ব্যাক্তিদের সাহায্যে পাকিস্তানকে খণ্ড বিখণ্ড করে ফেলার ভারতীয় দুরভিসন্ধি আমাদের সশস্র বাহিনী ব্যার্থ করে দিয়েছে। ফলে পূর্ব পাকিস্তানের জনগন পাকিস্তান সেনাবাহিনীর নিকট কৃতজ্ঞ। পাকিস্তানের সং হতি রক্ষায় পাকিস্তানের জনগনের ঐক্য এর বিরুদ্ধে ভারতীয় দুরভিসন্ধি নস্যাৎ করার জন্য জনগন ইতিমধ্যে দৃঢ় সংকল্প প্রকাশ করেছে। তিনি পাকিস্তান ধ্বংস করার কতক বৃহৎ শক্তির ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সতর্ক করে দিয়ে সাহসিকতার সঙ্গে এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য জনগনের প্রতিআহবান জানান। তিনি বলেন প্রদেশের সর্বত্র শান্তি কমিটি প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগনের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য কমিটি গুলো ভাল ভাবেই কাজ করে যাচ্ছে। সভায় অপর দুই পিডিপি নেতা আব্দুল জব্বার খদ্দর এবং এডভোকেট আবু সালেক বক্তৃতা দেন।