২০ মে ১৯৭১ঃ ওয়াশিংটনে রেহমান সোবহান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং প্রবাসী বাংলাদেশ সরকারের বিশেষ দুত ওয়াশিংটনে বলেন পূর্ব বাংলায় ত্রান কাজের জন্য সমস্ত বিদেশী সাহায্য অবশ্যই আন্তজার্তিক তত্ত্বাবধানে দিতে হবে তা না হলে সমস্ত সাহায্যই বাংলাদেশের বিপন্ন মানুষের কাছে না পৌঁছে পাক সরকার নিজের স্বার্থে তা ব্যাবহার করবে। তিনি বলেন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম সরকারের স্বীকৃতি পাবার সম্পূর্ণ অধিকারী।