২০ মে ১৯৭১ঃ কতক মহকুমায় শান্তি কমিটি গঠন
সাবেক মন্ত্রী ফখরুদ্দীন আহমেদ আহ্বায়ক, আব্দুল হান্নান সদস্য (বর্তমানে বিচারাধীন আসামী) করে ময়মনসিংহ জেলা শান্তি কমিটি গঠন করা হয়েছে। কনভেনশন মুসলিম লীগের এডভোকেট ফজলুল হক আহ্বায়ক করে নেত্রকোনা মহকুমা শান্তি কমিটি গঠন করা হয়েছে। নেজামে ইসলাম এর মওলানা মোসলেহ উদ্দিনকে আহ্বায়ক, আব্দুল আওয়াল জান কনভেনশন মুসলিম লীগ সম্পাদক, সাবেক জাতীয় পরিষদ সদস্য শরিফ উদ্দিন সদস্য, মওলানা আতাহার আলী নেজামে ইসলামী সদস্য করে কিশোরগঞ্জ মহকুমা শান্তি কমিটি গঠন করা হয়। আবুল হোসেন আহবায়ক, আব্দুল মালেক সম্পাদক করে ১০৪ সদস্য বিশিষ্ট বাকেরগঞ্জ উত্তর মহকুমা শান্তি কমিটি গঠন করা হয়েছে। হাকিম হাবিবুর রহমান আহ্বায়ক করে ৮৮ সদস্য বিশিষ্ট টাঙ্গাইল জেলা শান্তি কমিটি গঠন করা হয়েছে। আগে এ পদে পিডিপির জুলমত আলী খানের নাম ঘোষণা করা হয়েছিল। কনভেনশন মুসলিম লীগের মহিউদ্দিনকে আহ্বায়ক করে জামালপুর মহকুমা শান্তি কমিটি গঠন করা হয়েছে। ১৬ মে প্রাক্তন এমএনএ মৌলবি এডভোকেট আব্দুল আওয়াল কে আহবায়ক করে ৩৬ সদস্য বিশিষ্ট ঢাকা উত্তর/ গাজীপুর মহকুমা শান্তি কমিটি গঠন করা হয়। এডভোকেট মইদুর রহমান চৌধুরীকে আহ্বায়ক করে কক্সবাজার শান্তি ও কল্যাণ কমিটি গঠন করা হয়। সদস্য হয়েছেন সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য জাফর আলম চৌধুরী সহ মোট ১০ জন।