You dont have javascript enabled! Please enable it!

১৯ মে ১৯৭১ঃ জামাত নেতাদের বিবৃতি

প্রাদেশিক জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক আবদুল খালেক ও শ্রম সম্পাদক মোহাম্মদ শফিকউল্লাহ এক যুক্ত বিবৃতিতে বলেন, পাকিস্তান বিরোধী দুষ্কৃতকারী ও বিচ্ছিন্নতাবাদীদের ত্রাসের রাজত্ব শেষ হয়েছে এবং পাকিস্তান রক্ষা পেয়েছে। পাকিস্তানের বীর সেনাবাহিনী সময় মতো ব্যবস্থা নেওয়ায় সহজেই পরিস্থিতি আয়ত্বে এসেছে। তারা বলেন পাকিস্তানকে খণ্ড বিখণ্ড করার জন্য ভারতই যে তাদের এজেন্টদের মাধ্যমে এই জঘন্য তৎপরতা শুরু করেছিল সেটা সন্দেহাতিত ভাবে প্রমান হয়ে গেছে। এ সমস্ত এজেন্টরা সব সময়ই ভারতের স্বার্থে কাজ করে আসছে। তারা বলেন ভারতের অনুচররা সেতু ও রাস্তা ধ্বংস করছে, ব্যাংক ও ট্রেজারি লুট করছে, বন্দুকের মুখে খাদ্যশস্য সীমান্তের ওপারে নিয়ে যাচ্ছে। যারা এসব কার্যকলাপের প্রতিবাদ করছে তাদের অপহরন করে নিয়ে সীমান্তের ওপারে নিয়ে হত্যা করছে। তারা বলেন এসব ঘটনা পূর্ব পাকিস্তানীদের চোখ খুলে দিয়েছে। ভারতীয় এজেন্টদের মুখোশ খুলে গিয়েছে।  তারা আশা করেন পাকিস্তান ঐক্যবদ্ধ ভাবে টিকে থাকবে। 
নোটঃ মোহাম্মদ শফিকুল্লাহ ১৯৭২-৭৭ আন্ডার গ্রাউনড জামাতে ইসলামীর সভাপতি ছিলেন। পত্রিকায় সফিউল্লাহ এর পরিবর্তে শফিকুল্লাহ হবে।

 

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!