সেই সব সাংস্কৃতিক দালালরা – শবনম
বাংলাদেশে যাবো কেন? আমার সবকিছু তো এদেশেই। আমি আগে শিল্পী পরে বাঙ্গালী। শবনম খাটি পাকিস্তানী হিসেবে নিজেকে প্রমানের জন্য লাহোরের সম্প্রসারণশীল গুলবার্গে বাড়ী করেছিলেন। শবনমের স্বামী রবিন ঘোষ চলচ্চিত্রের বাইরেও একজন বাঙ্গালী শিল্পপতি ছিলেন।