You dont have javascript enabled! Please enable it!

১৮ মে ১৯৭১ঃ পাকিস্তানকে সাহায্য না দেয়ার জন্য বাংলাদেশ সরকারের আহবান।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র জানিয়েছে বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারার কাছে এক পত্রে পাকিস্তানকে কোন রূপ সাহায্য না দেয়ার জন্য আবেদন জানিয়েছেন। ইয়াহিয়া খানের অর্থ উপদেষ্টা এমএম খান বর্তমানে অর্থ সাহায্যের জন্য বিশ্ব ব্যাংক এবং যুক্তরাষ্ট্র সরকারের কাছে ধর্না দেয়ার জন্য সেখানে অবস্থান করছেন। তিনি আজ নিক্সনের সাথে দেখা করেছেন তবে কোনরূপ সাফল্য লাভ করতে সক্ষম হননি।  প্রবাসী সরকার মন্ত্রীসভার বৈঠকে রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও গনতন্ত্র বেছে নিয়েছে।