১৯৭৩ঃ মওলানা ভাসানীর মৌলবাদী রাজনীতি
বেনামে প্রচারপত্র দেয়াল লিখন। মওলানা বাংলার দুই অংশ ও আসাম নিয়ে মুসলিম বাংলার দাবী তুলেছিলেন। একই সময়ে অলি আহাদ আজাদ বাংলা প্রতিষ্ঠার ডাক দেন। অলি আহাদ মুক্তি প্রাপ্ত সকল সিনিয়র দালাল রাজনিতিকদের তার দলে টানার চেষ্টা করেন। ফল সবুর, খয়ের আবার গ্রেফতার।