You dont have javascript enabled! Please enable it!

১৬ মে ১৯৭১ঃ জামাত নেতা ওমরাও খানের ঢাকা সফর

জামাত নেতা মেজর জেনারেল ওমরাও খান ঢাকা সফরে আজ মিরপুর মোহাম্মদপুরে বিহারী নেতাদের সাথে ধানমণ্ডির একটি বাসভবনে বৈঠক করেছেন। এ বাসভবনে তিনি উঠেছেন। তিনি বলেন যে কোন প্রকারেই হোক প্রদেশে শান্তি বজায় রাখতে হবে। সবাইকে সৌহার্দ মুলক পরিবেশে বসবাস করতে হবে। বিহারীদের পক্ষে শান্তি কমিটি নেতা দেওয়ান ওয়ারেশত হোসেন খান, নাইম মালিক, আনয়ারুল হক, সোলায়মান ওসমান, মজাফফর আহমদ প্রমুখ নেতা যোগদান করেন। শান্তি কমিটি থেকে বৈঠকে উপস্থিত ছিলেন খাজা খয়ের, গোলাম আজম, আবুল কাশেম, একেএম শফিকুল ইসলাম ও মেজর আফসার উদ্দিন।  এর আগে ওমরাও খান সিদ্দিক বাজার কাউসার হাউজে জামাত অফিসে জামাত কর্মীদের সাথে ঘরোয়া আলোচনায় মিলিত হন।