You dont have javascript enabled! Please enable it! 1971.05.17 | করাচীতে মৌলবি ফরিদ আহমেদ - সংগ্রামের নোটবুক

১৭ মে ১৯৭১ঃ করাচীতে মৌলবি ফরিদ আহমেদ

নিষ্ক্রিয় পিডিপি ভাইস প্রেসিডেন্ট এবং শান্তি ও জনকল্যাণ পরিষদের সভাপতি মৌলবি ফরিদ আহমেদ করাচীতে এক হোটেলে সাংবাদিকদের কাছে বেআইনি আওয়ামী লীগ সদস্যদের বিচার দাবী করেছেন। তিনি পশ্চিম পাকিস্তানে আওয়ামী লীগের সহযোগীদেরও বিচার চেয়েছেন। তিনি বলেন পাকিস্তানের সংহতি ও ন্যায়ের স্বার্থে এটা প্রয়োজন। তিনি বলেন আওয়ামী লীগের সাম্প্রতিক ঘটনাবলীতে প্রমান হয়েছে তারা ১৯৪৭ সাল থেকেই ভারতীয় নেতাদের সাথে মিলে চক্রান্ত করে পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তিনি বলেন শেখ মুজিব বাংলা ভাষার ইসলামী করনের পরিবর্তে সংস্কৃত রূপদানের পক্ষপাতী ছিলেন এ প্রসঙ্গে শেখ মুজিবের কলকাতার সিরাজদ্দউলা হোটেলের বক্তব্য তুলে ধরেন। সে সময় মুজিবের সাথে সৈয়দ নজরুল ইসলাম এবং অলি আহাদও একই অভিবেক্তি প্রকাশ করেছিলেন।