স্বাধীনতাত্তর হজ্জ পালন
৭২ এর হজ্জ বাংলার মানুষ পাকিস্তান আমলের পাসপোর্টের মাধ্যমে শেষ করেছে। ৭৩ এর হজ্জ সম্পর্কে জানা যায় না। তবে আব্দুস সামাদ আজাদের একটি বিবৃতিতে জানা গিয়েছিল ৭৩ এ বাংলাদেশের হাজীরা হজ পালন করেছে। তবে সেটা কিভাবে হয়েছে তার প্রমান আমার কাছে নেই। ৭৪ এ পুরোপুরি ভাবে বাংলাদেশ থেকে স্বাভাবিক ভাবেই হজ্জ এ গিয়েছে। তবে এ ক্ষেত্রে বাংলাদেশে সৌদি দুতাবাস এবং সৌদিতে বাংলাদেশ দুতাবাসের কাজ গুলো মিশরীয় দুতাবাস সম্পন্ন করেছে।