১৫ মে ১৯৭১ঃ তিনজন এমপিএ এর আওয়ামী লীগের সাথে সম্পর্কচ্ছেদ
সামরিক শাসন কর্তৃপক্ষ ঘোষণা করেন, তিনজন এমপিএ যথাক্রমে যশোরের মইনুদ্দিন মিয়াজী (যশোর- ৪, কোটচাঁদপুর, মহেশপুর), খুলনার হাবিবুর রহমান খান (খুলনা-৬ সদর,ফুলতলা, দৌলতপুর) ও মোহাম্মদ সাঈদ (খুলনা ১০, আশাশুনি) আওয়ামী লীগের সাথে সম্পর্কচ্ছেদ করেছেন। পৃথক পৃথক বিবৃতিতে তারা পাকিস্তানের অখন্ডতা ও সংহতির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা বলেন পাকিস্তান এক এবং অবিচ্ছেদ্য এবং পাকিস্তানকে ধ্বংস করতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে নেই। তারা পূর্ব পাকিস্তানে সশস্র ভারতীয় অনুপ্রবেশ এবং পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতের হস্তক্ষেপের তীব্র নিন্দা করেন। এই মহান দেশের মুসলমানদের মধ্যে সন্দেহ বিদ্বেষ অনৈক্য সাম্প্রদায়িক মনোভাব সৃষ্টির জন্য পূর্ব পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী ও রাষ্ট্র বিরোধী লোকদের ভারত কতৃক উস্কানি ও সক্রিয় সমর্থন এবং বৈষয়িক সাহায্য দানের তারা কঠোর সমালোচনা করেন। নোটঃ মইনুদ্দিন মিয়াজি সম্ভবত কারাগারে আটক ছিলেন। স্বাধীনতার পর স্ক্রিনিং কমিটি তদন্ত করে মইনুদ্দিন মিয়াজির কোন দোষ পায়নি। ফলে তিনি স্বাধীনতার পর আওয়ামী লীগে তার রাজনীতি অব্যাহত রাখেন এবং ৭৩ এর নির্বাচনে অংশ নেন।