You dont have javascript enabled! Please enable it! 1971.05.15 | ইন্দিরা গান্ধীর সাথে বাংলাদেশ প্রতিনিধিদলের সাক্ষাৎ - সংগ্রামের নোটবুক

১৫ মে ১৯৭১ঃ ইন্দিরা গান্ধীর সাথে বাংলাদেশ প্রতিনিধিদলের সাক্ষাৎ

আগর তলার গভর্নর হাউজে ইন্দিরা গান্ধীর সাথে বাংলাদেশের বুদ্ধিজীবী এবং প্রশাসনিক কর্মকর্তাদের একটি দল সাক্ষাৎ করেন। বাংলাদেশ দলে ছিলেন এইচটি ইমাম, সৈয়দ আলি আহসান, এআর মল্লিক, সিরাজুল হক এমএনএ, অধ্যাপক নুরুল ইসলাম, কাজী জহিরুল কাইউম এমএনএ। ইন্দিরা গান্ধীর কাছে বক্তব্য তুলে ধরেন এ আর মল্লিক এবং এইচটি ইমাম। এইচটি ইমাম ইন্দিরা গান্ধীর কাছে যুব শিবিরের প্রস্তাবনা তুলে ধরেন যা পরে প্রবাসী সরকার অনুমোদন করেন। এছাড়াও গান্ধীর কাছে শক্তিশালী বেতার কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাবও দেয়া হয়। গান্ধী এ প্রস্তাবেও সায় দেন। গান্ধীর সাথে ছিলেন শিক্ষা মন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, তথ্য মন্ত্রী নন্দিনী সতপতি, গভর্নর দায়াজ, অল ইন্ডিয়া রেডিও এর ডিজি একে সেন।