You dont have javascript enabled! Please enable it!

১৫ মে ১৯৭১ঃ আগা শাহী ও আগা হিলালি

জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আগা শাহী জাতিসংঘের সামাজিক কমিটিতে ভারতের কঠোর সমালোচনা করে বক্তব্য দেন। তিনি ভারতের স্থায়ী প্রতিনিধি সমর সেনের এক প্রতিবেদনের উপর বক্তব্য দিচ্ছিলেন। তিনি বলেন বিচ্ছিন্নতা নিজ দেশে হলে তা হয় রাষ্ট্রদ্রোহিতা এবং বাইরের দেশে হলে আত্মনিয়ন্ত্রণ। ভারত একোসক এর সদস্য নয় তারা সেখানে পর্যবেক্ষক হিসাবে বক্তব্য প্রদান করে। তিনি বলেন পূর্ব পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ভোটেও এ সংখ্যাগরিষ্ঠতা বহাল রেখেছেন। কিন্তু আওয়ামী লীগের একটি শ্রেণী জনগনের নিকট থেকে স্বায়ত্তশাসনের গনরায়কে নস্যাৎ করে দিয়ে ভারতের সাহায্যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হয়।  অপর দিকে আগা শাহীর বড় ভাই যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদুত আগা হিলালি বলেছেন পূর্ব পাকিস্তানের ঘটনাবলী নিয়ে পাকিস্তান সরকারের বক্তব্য যুক্তরাষ্ট্রের পত্র পত্রিকা গুলো প্রকাশ করেনি। তিনি বলেন পাকিস্তান সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০ জন অধ্যাপককে খুন করেছে এ সংবাদের অসারতা সম্পর্কে তার দুতাবাস থেকে প্রেরিত বার্তা তা কেউ মুদ্রিত করেনি। তদুপরি টেলিভিশনে বক্তব্য প্রচার করতে চাইলেও কেহ আগ্রহ দেখায়নি।

 

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!