১৫ মে ১৯৭১ঃ জামাত কর্মী সভা ও প্রদেশের বিভিন্ন এলাকায় রাজাকার বাহিনী প্রতিষ্ঠা শুরু
পশ্চিম পাকিস্তান থেকে আগত জামাতে ইসলাম নেতা চৌধুরী রহমত ইলাহি এবং মেজর জেনারেল ওমরাও জান জামাতের এক কর্মী সভায় অংশ নিয়েছেন। সভায় জামাত কর্মীদের সামরিক সরকারকে সহযোগিতা আরও বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম গুলো জানিয়েছে স্থানীয় পর্যায়ে রাজাকার বাহিনী গঠন করা হচ্ছে এবং তার তালিকা স্থানীয় সেনাবাহিনীর ইউনিট গুলোকে দেয়া হচ্ছে। এসকল সংস্থা নিকটবর্তী সামরিক ইউনিটের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে এবং স্ব স্ব এলাকা থেকে রাষ্ট্র বিরোধী দুষ্কৃতিকারীদের উৎখাত করার জন্য সামরিক বাহিনীর সাহায্য নিয়ে থাকে।
নোটঃ খুলনায় জামাতের একেএম ইউসুফ প্রথম সশস্র রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেন বলে প্রচার আছে তবে পত্রিকায় এ সংক্রান্ত কোন তথ্য নেই।