You dont have javascript enabled! Please enable it! 1971.05.14 | ভারতের তথ্যমন্ত্রী নন্দিনী সৎপতি বলেন ভারত সরকার শরণার্থীদের স্থায়ী বসবাসের চিন্তা করছেন না তেমনি শরণার্থীরাও তা চাচ্ছেন না - সংগ্রামের নোটবুক

১৪ মে ১৯৭১ঃ ভারতের তথ্যমন্ত্রী নন্দিনী সৎপতি বলেন

ভারতের তথ্যমন্ত্রী নন্দিনী সৎপতি আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে বলেন লোকসভায় গৃহীত সর্বসম্মত প্রস্তাবের আলোকেই বাংলাদেশ সম্পর্কে ভারত বাসীর মনোভাব প্রকাশ পেয়েছে আর ভারত সরকার এই মনোভাবকে স্মরণ রেখেই কাজ করছেন ও বাংলাদেশ সম্পর্কে নীতি নির্ধারণ করছেন। তিনি বলেন ভারত সরকার শরণার্থীদের স্থায়ী বসবাসের চিন্তা করছেন না তেমনি শরণার্থীরাও তা চাচ্ছেন না। তিনি শরণার্থী সেবায় আত্মনিয়োগ করার জন্য জনগনের প্রতি আহবান জানান। সৎপতি পরে রাজ্য জুড়ে বিভিন্ন শরণার্থী ক্যাম্প পরিদর্শন কররে। আগামী কাল তিনি দিল্লী ফিরে যাবেন।