You dont have javascript enabled! Please enable it! 1971.05.14 | মাধবপুর যুদ্ধ - সংগ্রামের নোটবুক

১৪ মে ১৯৭১ঃ মাধবপুর যুদ্ধ

মাধবপুর পতনের পর পাক বাহিনী নিয়মিত ব্রাহ্মনবাড়িয়া সিলেট রাস্তা ব্যাবহার করা শুরু করে। মেজর শফিউল্লাহ এ সুযোগ কাজে লাগানোর জন্য লেঃ হেলাল মোরশেদ, আনিস (পরে লেঃ ডাঃ হাসান নামে পরিচিত) ও সেলিমকে (পরে লেঃ ৭২এর ৩০ জানুয়ারী নিহত) সহ ১২ জনকে রাস্তার কাছে অবস্থান নেয়ার জন্য পাঠান। রাত দুটায় তারা সেখানে পৌঁছে এবং দুটি মাইন পুতে রাখে। এদিন প্রায় ৪০০ পাক সৈন্য সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। তাদের বহরের প্রথমেই ছিল এক খানা জীপ। জীপটি মাইনের আঘাতে উড়ে গেলে পাক বাহিনী আশে পাশের গ্রাম ঘেরাও করে। এ সময় হেলালের বাহিনী পশ্চাদপসরণ করে।