You dont have javascript enabled! Please enable it! 1971.05.14 | শান্তি ও কল্যাণ কমিটির শাখা গঠন - সংগ্রামের নোটবুক

১৪ মে ১৯৭১ঃ শান্তি ও কল্যাণ কমিটির শাখা গঠন

বরিশাল ফরিদপুর জেলায় বিভিন্ন স্থানে স্থানীয় শান্তি কমিটি গঠন হয়েছে। কমিটির সাধারন সম্পাদক নুরুজ্জামান এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। যে সব স্থানে কমিটি হয়েছে সে গুলি হল গোঁসাইরহাট থানা। সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য ও বন্দর জঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াজউদ্দীন এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। কাজী আলতাফ হোসেনকে সভাপতি আব্দুল মুজিবকে সাধারন সম্পাদক করে বরিশালের হিজলা থানা শান্তি ও কল্যাণ কমিটি গঠিত হয়েছে। হিজলা থানায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আহ্বায়ক করে ৭ টি ইউনিয়নে শান্তি ও কল্যাণ কমিটি গঠিত হয়েছে। আব্দুল মজিদকে আহবায়ক করে মুলাদি থানা শান্তি ও কল্যাণ কমিটি গঠিত হয়েছে। কাজী আলতাফ হোসেন ও সাবেক এম পি এ সিরাজুদ্দিন আহমেদকে কেন্দ্রীয় শান্তি ও কল্যাণ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।  কাজী আলতাফ হোসেনকে সভাপতি করে বরিশাল উত্তর মহকুমা শান্তি ও কল্যাণ কমিটি গঠিত হয়েছে।  ময়মনসিংহ শহরে শান্তি ও কল্যাণ কমিটির উদ্যোগে এক মিছিল বের করা হয়।