You dont have javascript enabled! Please enable it! 1971.05.14 | কমন্স সভায় বেসরকারী প্রস্তাব গ্রহন ও অ্যালেক ডগলাস হিউম এর বিবৃতি - সংগ্রামের নোটবুক

১৪ মে ১৯৭১ঃ কমন্স সভায় বেসরকারী প্রস্তাব গ্রহন ও অ্যালেক ডগলাস হিউম এর বিবৃতি

কমন্স সভায় লেবার পার্টি থেকে ব্রুশ ডগলাস ম্যান এমপি একটি বেসরকারি প্রস্তাব উত্থাপন করেন। বিতর্ক শেষে ব্রুশ ডগলাস ম্যান এর উত্থাপিত বেসরকারী প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে দক্ষিন পন্থী নেতা স্যার জেরাল্ড বড়ো এবং বামপন্থী নেতা ইয়ান সিকারডো এন্দ্রু ফাওলুন সমর্থন করেন। প্রস্তাবে বলা হয় এই হাউজ পূর্ব পাকিস্তানে সংগঠিত হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের জন্য গভির উদ্বেগ প্রকাশ করছে এবং সেখানে ভবিষ্যতে খাদ্য ঘাটতির আশঙ্কা রয়েছে। এই হাউজ পূর্ব পাকিস্তানের জনগনের দুর্দশা লাঘব , জাতিসংঘ ও অন্যান্য আন্তজার্তিক সাহায্য সংস্থাকে পূর্ব পাকিস্তানের জনগনের গনতান্ত্রিক রায়ের ভিত্তিতে একটি রাজনৈতিক সমাধান অর্জনের জন্য ব্রিটিশ সরকারের প্রভাব ব্যাবহারের জন্য আহ্বান জানাচ্ছে।  সংসদের বিরোধী দলীয় এমপি ডগলাস ম্যান বলেন কোনমতেই পাক বাংলাদেশ আর একত্র হবে না। (তার বক্তব্য ইমেজে)  কমন্স সভা চলাকালীন ৪০০ বাঙ্গালী বাহিরে বিক্ষোভ করে এবং ৬ জন অনশন করেন। সংসদের ভিতরে বিচারপতি চৌধুরী অবস্থান নিয়ে ছিলেন প্রস্তাব পাশ হওয়ার পর তিনি স্টোন হাউজের সাথে বের হয়ে আসেন। পরে বিক্ষোভকারীরা হাইড পার্কে সমাবেশ করে।  বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার অ্যালেক ডগলাস হিউম কমন্স সভায় বাংলাদেশ প্রসঙ্গে আলোচনায় বলেন, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমরা পাকিস্তান সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে চলছি । আমরা পাকিস্তানের জনগণের বর্তমান সমস্যাসমূহের একটি রাজনৈতিক সমাধান চাই এবং বাইরে থেকে কেউ তা চাপিয়ে দিতে পারবে না।