১৩ মে ১৯৭১ঃ বুদাপেস্ট আন্তজার্তিক শান্তি সম্মেলনে বাংলাদেশ
এদিন বুদাপেস্ট ৪র্থ আন্তজার্তিক শান্তি সম্মেলন শুরু হয়। বাংলাদেশের পক্ষে সেখানে যোগ দেন আব্দুস সামাদ এর নেতৃত্ব এ ৪ সদস্য এর প্রতিনিধিদল। অপর সদস্যরা হলেন দেওয়ান মাহবুব আলী, ডঃ সারওয়ার আলী, লন্ডনের ছাত্রনেতা ওয়ালী আশরাফ। ভারতের পক্ষে যোগ দেন রাজস্থান থেকে নির্বাচিত বাম ঘরানা কংগ্রেস এমপি অমৃত নাহাতা। নাহাতা একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালকও। সম্মেলনে তিনি ইন্দিরা গান্ধীর একটি বার্তা পড়ে শোনান। নাহাতা ছাড়াও ভারতীয় প্রতিনিধিদলে কৃষ্ণ মেননও আছেন। তিনি সম্ভবত ভারতের বেসরকারি প্রতিনিধি। তিনিও বক্তব্য প্রদান করেছেন।