১৩ মে ১৯৭১ঃ দেবী প্রসাদ চট্টোপাধ্যায়
নয়া দিল্লীতে সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দেবী প্রসাদ চট্টোপাধ্যায় বলেছেন পূর্ব পাকিস্তান হতে যে পরিমান শরণার্থী ভারতে আশ্রয় নিচ্ছে কোন বড় ধরনের সাহায্য না পেলে একা ভারতের পক্ষে ত্রান কাজ চালানো অসম্ভব হয়ে পড়বে। তিনি বলেন এখন পর্যন্ত আন্তজার্তিক ত্রান যা এসেছে তা প্রয়োজনের তুলনায় সামান্য । তিনি বলেন সীমান্ত বর্তী ৪ রাজ্যে ৫০০০ করে তাবু পাঠানো হচ্ছে।
নোটঃ এ একমাসে কেবল ব্রিটিশ এমপি প্রতিনিধিদল পরিস্থিতি দেখতে কলকাতা এসেছেন আরেকটি দল আসার অপেক্ষায়।