১৩ মে ১৯৭১ঃ মেহেদী মাসুদ হোসেন আলী বৈঠকের প্রচেষ্টা
পাকিস্তান ভারতকে বলে দিয়েছে কলকাতায় পাকিস্তানের যে সকল কর্মকর্তা পক্ষ ত্যাগ করেছেন বলে দাবী করা হচ্ছে তাদের সাথে নতুন পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মেহেদী মাসুদের বৈঠক যেন পরিহার করা না হয়। পাকিস্তান বলেছে সুইজারল্যান্ড এর প্রতিনিধি কলকাতায় যেয়ে উভয় ডেপুটি কমিশনারের সাথে বৈঠক করবেন বলে ভারত যে সুপারিশ করেছে সে বিষয়ে মন্তব্য করতে গিয়ে এ কথা বলেন। মেহেদী মাসুদের সাথে কলকাতাস্থ অন্যান্য কর্মচারীদের বৈঠকে নয়াদিল্লিস্থ সুইস প্রতিনিধির একজন থাকবেন বলে পাকিস্তান যে প্রস্তাব করেছে সুইস সরকার তাতে ইতিবাচক সাড়া দেওয়ায় প্রসংশা করে পাক মুখপাত্রটি বলেন ভারতকে একথা স্পষ্ট ভাবে জানিয়ে দেয়া হয়েছে যে মেহেদী মাসুদ এবং হোসেন আলীর মধ্যে বৈঠকে সুইস বা অন্য কোন ৩য় পক্ষ মধ্যস্থতার প্রয়োজন নেই।