১৩ মে ১৯৭১ঃ প্রেসিডেন্ট এর সাথে মৌলবি ফরিদের সাক্ষাৎ
পশ্চিম পাকিস্তান সফররত পিডিপি ভাইস প্রেসিডেন্ট মৌলবি ফরিদ আহমেদ প্রেসিডেন্ট ইয়াহিয়ার এর সাথে সাক্ষাৎ করেছেন। এর আগে সকালে রাওয়ালপিন্ডি বার এসোসিয়েশনের এক সভায় বলেন পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক ঘটনাবলী নাশকতা মুলক কার্যক্রম এবং ভারত ও অন্যান্য বিদেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের শেষ পরিনতি। ভারত কলকাতাতেই ১৯৪৭ সালে তাজউদ্দিন, মুজিব এবং কমরুদ্দিনকে এজেন্ট নিয়োগ দিয়ে পাকিস্তান ভাঙ্গার কর্মসূচী নেয়। কিভাবে পাকিস্তান ধ্বংস করতে হবে সে বিষয়ে তাদের প্রশিক্ষন দেয়া হয়। প্রথমে এরা বাংলা ভাষা দিয়ে তাদের কার্যক্রম শুরু করে। এরপর তিনি ভাষা আন্দোলনের ইতিহাস বর্ণনা করেন। তিনি বলেন সেনাবাহিনী শুধু পূর্ব পাকিস্তানকে উদ্ধার করছে না তারা সমগ্র পাকিস্তান উদ্ধার করছে। তিনি সেনাবাহিনীকে খালিদ বিন ওয়ালীদের বংশধর আখ্যায়িত করেন। তিনি বলেন শেখ মুজিব আজাদ বাংলাদেশ ঘোষণা করতে চেয়াছিলেন। ২৬ তারিখ সকালেই তা ঘোষণা করার কথা ছিল কিন্তু সেনাবাহিনী তা ব্যার্থ করে দিয়েছে। তিনি বলেন বিদ্রোহীরা জেলা মহকুমা ট্রেজারির অনেক গুলি লুট করে নিয়ে গেছে। ভারত সরকার এখন বিদ্রোহীদের জন্য প্রশিক্ষন শিবির খুলেছে।