You dont have javascript enabled! Please enable it!

১৩ মে ১৯৭১ঃ নন্দিনী সৎপাঠীর আগরতলা সফর

ভারতের তথ্য ও বেতার মন্ত্রী নন্দিনী সৎপাঠী ১৫ তারিখ ইন্দিরা গান্ধীর আগরতলা সফর উপলক্ষে পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য ত্রিপুরা সফর করছেন। তিনি আজ বেশ কয়েকটি শরণার্থী শিবির পরিদর্শন করছেন। আগামীকাল তিনি সোনামুড়া যাবেন। তিনি শরণার্থী সমস্যা সমুহ চিহ্নিত করে তথ্য উপদেশ ইন্দিরা গান্ধীর কাছে তুলে ধরবেন।