You dont have javascript enabled! Please enable it!

১৩ মে ১৯৭১ঃ ওসমানীকে সামরিক আদালতে তলব

‘খ’ অঞ্চলের সামরিক আইন প্রশাসক লেঃ জেঃ টিক্কা খান ২০ শে মে সকাল আটটার সময় ঢাকার দ্বিতীয় রাজধানীস্থ ১ নম্বর সেক্টরে উপ-সামরিক আইন প্রশাসকের সামনে হাজির হবার জন্যে অবসরপ্রাপ্ত কর্নেল এম এ, জি ওসমানীকে নির্দেশ দিয়েছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা হল ১২১, ১২৩, ১৩১, ১৩২ (রাষ্ট্রদ্রোহিতা) তৎসহ সামরিক আইন বিধি ১০ ও ১৪। 
তিনি হাজির না হলে একতরফা বিচার করা হবে। 
নোটঃ পরে অবসরপ্রাপ্ত কর্নেল এমএ, জি ওসমানীকে ১৪ বছর কারাদণ্ড দেয়া হয়েছিল। ইমেজে দণ্ড বিধিতে বাংলাদেশের পরিবর্তে পাকিস্তান পড়তে হবে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!