এগিয়ে এলো ভ্যাটিকানও
ইতালীয় রাজধানী রোমে ইতালী বিশপদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে তারা ১০ অক্টোবর সারা দেশে একদিন অনশন পালনের প্রস্তাব দেন। ভ্যাটিকানের সংবাদপত্র লোসার ভাইটার বোয়াত বাঙালি শরণার্থীদের নিয়ে তিন পৃষ্ঠাব্যাপী এক ক্রোড়পত্র প্রকাশ করে। | পোপ পলও প্রায় একই সঙ্গে প্রার্থনা ও উপবাসের প্রস্তাব করেন পোপ বলেন, ভারতে লক্ষ লক্ষ শরণার্থী এসেছে যার মধ্যে শিশুর সংখ্যা কম নয়। রোববারে গির্জায় গির্জায় প্রার্থনা ও শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহের সিন্ধান্ত নেয়া হয়। তবে, এর আগে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় পার্লামেন্টের সামনে তিনজন অনশন শুরু করেন। তাদের দাবি অস্ট্রেলিয় সরকার বাঙালি শরণার্থীদের জন্য যেন কমপক্ষে এক কোটি ডলার সাহায্য করে । না করলে তারা অনশন চালিয়ে যাবে। এই তিনজনের মধ্যে একজন ছিলেন ইন্দোনেশীয় লেখক পল পেয়ার নোমমা (৩৬), পল ইডান (২২) স্টীভ য়ুনি।
সূত্র : দৈনিক আনন্দবাজার পত্রিকা, ১১.১০.১৯৭১।