১২ মে ১৯৭১ঃ বেগম মুজিব পরিবারসহ গ্রেফতার
মুজিব পরিবারের আশ্রয় নেয়া মগবাজারের বাসায় পাকিস্তান সেনাবাহিনীর মেজর হোসেনের নেতৃত্ব এ একদল সৈন্য ঘেরাও করে। সেখানে উপস্থিত শেখ হাসিনার স্বামী মিয়া আব্দুল ওয়াজেদকে বলেন তারা মুজিবের পরিবারকে গ্রেফতার করতে এসেছেন। তাদের কাছে খবর আছে যে এ বাসাতেই মুজিব পরিবার অবস্থান নিয়েছে। তিনি বলেন গ্রেফতারের জন্য কোন পরোয়ানার আবশ্যকতা নেই। মেজর হোসেন ওয়ারলেস মেসেজ দিয়ে আরও সৈন্য আনেন। সন্ধ্যার সময় সবাইকে কন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে ধান মণ্ডির নিয়ে যায়। কন্টিনেন্টাল হোটেলের সামনে এ সময় এনা চীফ গলাম রসুল মল্লিক তাদের দেখে ফেলেন এবং হাত নাড়েন। মেজর হোসেন তাদের ১৮ নম্বর রোডের ২৬ নং বাড়ীতে রেখে বাহিরে ২০ জন সৈনিকের প্রহরার ব্যবস্থা করেন। শেখ হাসিনা পরে ওয়াজেদকে জানান দুপুরে তিনজন ছাত্রলীগ নেতা তাদের সরিয়ে নিতেএসেছিল।