১২ মে ১৯৭১ঃ রাজ্য সরকার শরণার্থীদের জন্য তিন টি বৃহৎ আকারের আশ্রয় শিবির স্থাপন করবে — বিজয় সিংহ নাহার
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উপ মুখ্যমন্ত্রী বিজয় সিংহ নাহার সাংবাদিক সম্মেলনে বলেছেন বিপুল সংখ্যক শরণার্থী আগমনের প্রেক্ষিতে রাজ্য সরকার শরণার্থীদের জন্য তিন টি বৃহৎ আকারের আশ্রয় শিবির স্থাপন করবে। তিনি বলেন বীরভুম বাঁকুড়া এবং অন্য একটি জেলায় পতিত জমিতে এসব শিবির স্থাপন করা হবে। এসকল শিবির গুলোতে ৫ থেকে ১৫০০০ শরণার্থীদের আবাসনের ব্যবস্থা করা হবে। তিনি বলেন তার রাজ্যে আশ্রয় নেয়া শরণার্থীর পরিমান এখন ১৮ লক্ষ। প্রতিদিন ২০০০০ শরণার্থী পশ্চিম বঙ্গে আসছেন। শিবির গুলোর পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তিনি কেন্দ্রের কাছে অতিরিক্ত পুলিশ চেয়েছেন।