You dont have javascript enabled! Please enable it! 1971.05.11 | ২নং সেক্টরে যুদ্ধ - সংগ্রামের নোটবুক

১১ মে ১৯৭১ঃ ২নং সেক্টরে যুদ্ধ

মুকুন্দপুর থেকে একটি পাক কনভয় আজমপুরের দিকে আসছিল। খবর পেয়ে সুবেদার আম্বিয়ার বাহিনী নরসিঙ্গরে অবস্থান নেয় এবং কাছাকাছি আসলেই আম্বিয়ার বাহিনী তাদের উপর আক্রমন শুরু করে। একতরফা যুদ্ধে পাক বাহিনীর ব্যাপক হতাহত হয়।  পাক বাহিনীর একটি সেকশন মীরগঞ্জের দিকে আসছিল সেখানে রেকি করে সুবেদার ওয়ালিউল্লাহ এবং লক্ষ্মীপুরের হাবিলদার মতিনের প্লাটুন এখানে অবস্থান নেয়। সুবেদার ওয়ালিউল্লাহ নায়েক আবুল হোসেনকে দিয়ে রাস্তায় মাইন পুতে রাখে। পাক বাহিনী একটি গরুর গাড়ীতে এলাকা অতিক্রমের সময় মাইন বিস্ফোরণে উড়ে যায়। আহত পাক সৈন্যরা ছুটাছুটি করার সময় জনগনের হাতে দুজন ধরা পড়েন এবং নিহত হন।