১১ মে ১৯৭১ঃ ত্রিপুরায় জাতিসংঘ ত্রান প্রতিনিধি দল
জাতিসংঘ শরণার্থী ত্রান দপ্তরের তিন কর্মকর্তা আজ আগরতলা এসে পৌছেছেন তারা হলেন ডেপুটি হাই কমিশনার চার্লস মেস, ডাইরেক্টর অব অপারেশন টি জনসন, আইন কর্মকর্তা জনাব সুইস। তারা রাজ্যপাল দায়াস এর সাথে বৈঠক করেন। তারপর তারা কয়েকটি ত্রান শিবির পরিদর্শন করেন এবং তাদের সাথে কথাবার্তা বলেন। এরপর তারা নরসিংগড়ে অবস্থানরত একদল বাঙ্গালী বুদ্ধিজীবীদের সাথে আলাপ আলোচনা করেন। এরপর তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশীদের দেখেন। আগামিকাল তারা সাবরুম যাবেন। এদল ছাড়াও পৃথক ভাবে জাতিসংঘ কৃষি ও খাদ্য সংস্থার প্রতিনিধি, ইউনিসেফ প্রতিনিধি এবং রেড ক্রস প্রতিনিধিরা ত্রিপুরা আসেন এবং আগামিকাল তারা একইরুপ দায়িত্ব পালন করবেন। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সমর সেন জাতিসংঘ মহাসচিব উথান্ত এর সাথে বাংলাদেশের শরণার্থী বিষয়ে আলোচনা করেন।