১০ মে ১৯৭১ঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি
পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি এক সাংবাদিক সম্মেলনে জানান তারা ৫ মুখ্যমন্ত্রী দিল্লীতে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেছেন এবং তার সাথে শরণার্থী সমস্যা সহ বিভিন্ন বিসয়ে আলাপ আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী তাদের সকল প্রকার সাহায্যের আশ্বাস দিয়েছেন। এদিকে প্রাদেশিক ত্রান মন্ত্রী আনন্দ মোহন বিশ্বাস কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করে বলেন শরণার্থী সমস্যায় কেন্দ্র তেমন মনোযোগ দিচ্ছে না। ত্রান মন্ত্রীর বক্তব্য সমর্থন করে স্বাস্থ্যমন্ত্রী জয়নাল আবেদিন বলেন শরণার্থীদের অন্যান্য রাজ্যে না সরালে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও সমাজ ব্যবস্থা ভেঙ্গে পড়বে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রনের বাহিরে চলে যাবে।