১০ মে ১৯৭১ঃ সৈয়দ নজরুল ইসলামের বেতার ভাষণ
প্রবাসী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণে বলেছেন দুঃখ, ত্যাগ, অশ্রু ও রক্তস্নানের মধ্য দিয়ে স্বাধীনতার যে অভিযান শুরু হয়েছে তা ব্যার্থ হতে পারে না। পশ্চিম পাকিস্তানী বাহিনীর বর্বর অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশে ঐক্যবদ্ধ সংগ্রামকে আরও তীব্র আরও ব্যাপক করে তোলার জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খৃস্টান সহ সব ধর্মাবলম্বী বাঙ্গালীর কাছে আহবান জানিয়ে বলেন বাংলাদেশে এই শেষ মুক্তির ও স্বাধীনতার সংগ্রামকে বানচাল করার জন্য এক শ্রেণীর বিশ্বাস ঘাতক তৎপর হয়েছে। তিনি তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন বাংলার জাগ্রত জনসাধারন এই বিশ্বাসঘাতকদের ক্ষমা করবে না।