You dont have javascript enabled! Please enable it!

৯ মে ১৯৭১ঃ ৬নং সেক্টরের পুনর্গঠন

মুক্তিবাহিনীর ৬নং সেক্টরের ভজনপুর সাব-সেক্টরের দায়িত্বে সুবেদার মেজর কাজিমউদ্দিনের স্থলাভিষিক্ত হন ক্যাপ্টেন নজরুল। পাক হানাদার বাহিনী দিনাজপুরের অমরখানার জগদল এলাকায় দৃঢ় প্রতিরক্ষা ঘাঁটি স্থাপন করে।  অপরদিকে মুক্তিবাহিনী ভজনপুর মূল ঘাঁটি থেকে ৩/৪ মাইল দূরে মাগুরমারী ও ময়নাগুড়ি নামক স্থানে দুটি ছোট ঘাঁটি স্থাপন করে। মাগুরমারীর অবস্থান পাক ঘাটি অমরখানার কাছেই ছিল। মাগুরমাড়িতে পর্যায়ক্রমে দেড় কোম্পানি সৈন্য মোতায়েন করা হয় সুবেদার মুরাদ আলীর সাহসিকতায় এ এলাকায় প্রতিকুল পরিবেশে এরা দুই মাস অবস্থান নিয়ে বেশ কয়েকজন পাক সৈন্য হতাহত করে।

 

 

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!