You dont have javascript enabled! Please enable it! সাতই নভেম্বরে সংঘটিত সিপাহী বিদ্রোহের বার দফা দাবি - সংগ্রামের নোটবুক
সাতই নভেম্বরে সংঘটিত সিপাহী বিদ্রোহের বার দফা দাবি
এক নম্বর দাবি। আমাদের বিপ্লব সংঘটিত হয়েছে সমাজের দরিদ্র শ্রেণির স্বার্থ রক্ষার জন্য, শুধুমাত্র নেতৃত্বের পরিবর্তনের জন্য নয়। আপনাকে আমরা আমাদের বিপ্লবের নেতা হিসেবে গ্রহণ করেছি। সেজন্য আপনাকে স্পষ্টভাবে ঘােষণা করতে হবে যে, আপনি সশস্ত্র বাহিনীর বর্তমান কাঠামাের পরিবর্তন করে দরিদ্র শ্রেণির নেতৃত্ব দেবেন। বহু বছর ধরে আমরা ধনিক শ্রেণির স্বার্থরক্ষার জন্য সামরিক বাহিনীতে চাকরি করেছি। ধনিক শ্রেণি তাদের স্বার্থসিদ্ধির জন্য আমাদের ব্যবহার করেছে। পনেরই আগস্টের ঘটনা এর উৎকৃষ্ট উদাহরণ। আমাদের এবারের বিপ্লব ধনিক শ্রেণির স্বার্থ রক্ষার জন্য নয়। আমরা জনগণের সঙ্গে একাত্ম হয়ে বিদ্রোহ করেছি। এখন থেকে সশস্ত্র বাহিনী আপামর জনসাধারণের স্বার্থরক্ষার জন্য নিজেদেরকে গড়ে তুলবে। দুই নম্বর দাবি সমস্ত রাজবন্দিদের অবিলম্বে মুক্তি দিতে হবে। তিন নম্বর দাবি। দুর্নীতিবাজ কর্মকর্তা ও ব্যক্তিদের অবৈধ উপায়ে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। বিদেশি ব্যাংকে গচ্ছিত টাকা ফেরত আনার ব্যবস্থা করতে হবে এবং উন্নয়ন কার্যে তা ব্যবহার করতে হবে।

সূত্রঃ বাংলাদেশ বাহাত্তর থেকে পঁচাত্তর – মেজর নাসির উদ্দিন