৮ মে ১৯৭১ঃ বেতার ভাষণে ত্রিপুরার উপ রাজ্যপাল ডায়াস
ত্রিপুরার উপ রাজ্যপাল এ এল ডায়াস আকাশবানী আগরতলা কেন্দ্র থেকে ইংরেজিতে ভাষণ দেন। ভাষণে তিনি রাজ্যবাসীকে আশস্থ করে বলেন বিপুল পরিমান শরণার্থীর প্রবেশ জনিত সমস্যা সরকার সাহসের সাথে মোকাবেলা করছে। রাজ্যবাসীর এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
নোটঃ ডেপুটি গভর্নর একটি অলঙ্কারিক পদ। এ পদে থেকেও তিনি যে বিশাল দায়িত্ব পালন করেছেন তার স্বীকৃতি স্বরূপ তাকে আগস্টে পশ্চিম বঙ্গের গভর্নর পদে নিয়োগ দেয় ভারত সরকার।