৮ মে ১৯৭১ঃ পাঁচ মুখ্যমন্ত্রীর আবেদন
বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ৫টি ভারতীয় রাজ্যের মুখ্যমন্ত্রীরা কলকাতায় নিজেদের মধ্যে আলোচনা শেষে এক আবেদনে তাদের রাজ্যে আশ্রয় নেয়া শরণার্থীদের জন্য সাহায্য করার জন্য ভারতের অন্যান্য রাজ্য এবং বিদেশী সংস্থা সমুহের প্রতি আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রীগন এ সমস্যা গুলোকে রাজ্যের সমস্যা নামে অভিহিত না করে রাষ্ট্রীয় সমস্যা নামে অভিহিত করার জন্য কেন্দ্রের প্রতি আহবান জানান। পশ্চিম বঙ্গ বিধান সভায় বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার প্রস্তাবটি তারা আজ কেন্দ্রীয় সরকারের কাছে পাঠায়। উত্তর প্রদেশ মুখ্যমন্ত্রী রাম নারায়ন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সকল প্রকার সাহায্যের আশ্বাস দিয়েছেন। সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি , বিহারের মুখ্যমন্ত্রী কর্পূরি ঠাকুর, ত্রিপুরার মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহ, আসামের মুখ্যমন্ত্রী মহেন্দ্র মোহন চৌধুরী, মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা।