You dont have javascript enabled! Please enable it! 1971.05.08 | ভারতের কেন্দ্রীয় শিল্প মন্ত্রী মইনুল হক আগরতলায় - সংগ্রামের নোটবুক

৮ মে ১৯৭১ঃ আগরতলায় মইনুল হক

ভারতের কেন্দ্রীয় শিল্প মন্ত্রী মইনুল হক আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে বলেছেন বাংলাদেশ জুড়ে সংগ্রাম আন্দোলনে বিপর্যস্ত পাকিস্তান সরকার বাংলাদেশে তো বটেই ভারতের অভ্যন্তরেও গুপ্তচর দিয়ে দাঙ্গা, হত্যা ও ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে পারে। তিনি শরণার্থীদের অবস্থা দেখার জন্য কয়েকদিনের সফরে আগরতলা এসেছেন এবং কয়েকটি শিবির পরিদর্শন করে বলেন মানবতার খাতিরেই আমরা শরণার্থীদের আশ্রয় দিয়েছি সকলের সার্বিক সহযোগিতায় আগত শরণার্থীদের ত্রানে সরকার সাফল্য লাভ করবে বলে তিনি আশা করেন। বাংলাদেশের পরিস্থিতি ভাল হলেই তারা চলে যাবে তাই তাদের নাগরিকত্ব নিয়ে চিন্তা করার কারন নেই। তিনি বলেন তিনি কেন্দ্রীয় সরকারের কাছে ত্রিপুরার জন্য ২০০ ট্রাক এবং প্রয়োজন মাফিক তাবু, ত্রিপল, টিন চেয়ে বার্তা পাঠিয়েছেন।