You dont have javascript enabled! Please enable it! 1971.05.08 | ইয়াহিয়ার ঈদে মিলাদুন্নবির বানী - সংগ্রামের নোটবুক

৮ মে ১৯৭১ঃ ইয়াহিয়ার ঈদে মিলাদুন্নবির বানী

প্রেসিডেন্ট ইয়াহিয়া জাতির উদ্দেশে এক বানীতে মাতৃভূমি পাকিস্তান রক্ষার জন্যে জনগণকে আত্মোৎসর্গের আহ্বান জানান। তিনি বলেন পাকিস্তান একটি আদর্শবাদী রাষ্ট্র হিসেবে ইসলামের গৌরবের একটি অমর স্মৃতিসৌধ। এ রাষ্ট্র চিরকাল বেচে থাকবে। পাকিস্তান এক সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে কাল যাপন করছে। মহান দিনে তিনি দেশবাসীকে তার সাথে এ মর্মে মোনাজাত করতে বলেন যে প্রিয় নবীর এই পবিত্র জন্ম দিন আমাদের সবার জন্য আশা শান্তি ও সমৃদ্ধির নবযুগ নিয়ে আসুক।  তিনি বলেন, মাতৃভূমির ঘাতকরা পাকিস্তানকে ধ্বংস করতে চায়, তাদের ধ্বংস করতে না পারলে ইসলামকে রক্ষা করা সম্ভব হবে না ।