You dont have javascript enabled! Please enable it!

৭ মে ১৯৭১ঃ বাংলাদেশকে স্বীকৃতি বিষয়ে ভারতের মনোভাব

ইন্দিরা গান্ধী বলেন ঠিক এ মুহূর্তে বাংলাদেশকে স্বীকৃতি দেয়া যাচ্ছে না। কেননা ভারতের বন্ধু রাষ্ট্রগুলো বিষয়টি নিয়ে ভাবছে না। কাজেই এ বিষয়ে ভারতের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তিনি বলেন যারা ভারতে এসেছে তারা শরণার্থী নয় তারা বাস্তহারা।তাদের একদিন তাদের জন্মভুমিতে ফিরে যেতে হবে। ১৯৪৭ সালে বাঙ্গালীরা ব্রিটিশদের পরিবর্তে পাঞ্জাবীদের পেল। ধর্ম ছাড়া তাদের মধ্যে আর কোন মিল ছিল না। দুঃখের বিষয় ধর্ম ও তাদের একত্রে থাকতে দিল না। ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের শীর্ষ স্থানীয় কর্মকর্তা বিএন শর্মা বলেন বাংলাদেশকে স্বীকৃতি দেয়া একটি জটিল রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার কাজেই এ মুহূর্তে পূর্ব বাংলার মুক্তিযোদ্ধাদের ভারত অস্র দিতে পারছে না। তিনি বলেন যদিও এরকম ক্ষেত্রে আমেরিকা তার মিত্র ইসরাইল ও পাকিস্তানকে অস্র যোগাচ্ছে।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!