৭ মে ১৯৭১ঃ পাঁচগাঁও হত্যাযজ্ঞ
মৌলভীবাজার মহকুমা সদরের ১৫ কিলোমিটার পূর্ব-উত্তরের রাজনগর থানার ২ কিমি উত্তরে বালাগঞ্জ রাস্তার উপর পাঁচগাঁও নামক হিন্দু প্রধান গ্রামে স্থানীয় দালালদের সহায়তায় পাকসেনারা হানা দেয়। ভোর রাতে আলাউদ্দিন চৌধুরী, ডা. আনা মিয়া, আব্বাস মেম্বার, আবদুল মতিনসহ কয়েকজন রাজাকার ৫০-৬০ জন পাকিস্তানী সৈন্য নিয়ে পাঁচগাঁও গ্রাম ঘিরে ফেলে। প্রতিটি বাড়ি হানা দিয়ে গ্রামের নিরীহ মানুষকে ধরে আনে। পুরুষদের ধরে নিয়ে গিয়ে, মহিলা ও শিশুদের ঘর থেকে বের করে ঘরে ঘরে আগুন লাগিয়ে দিতে থাকে। গ্রামে শুরু করে লুটপাট। পাঁচগাঁও গণহত্যায় শহীদের মধ্যে ৫৯ জনের নাম জানা যায়। নিহতদের মধ্যে নিত্যরাণী শব্দকর নামে একজন মহিলাও ছিলেন। নিরীহ গ্রামবাসীর রক্তে দীঘির পানি লাল হয়ে গিয়েছিল। পাকিস্তানী বাহিনী ১৪ জন গ্রামবাসীকে ধরে নিয়ে যায়। তাদের কাউকে কাউকে চাঁদনী ঘাট ব্রিজের উপর গুলি করে হত্যা করে মনু নদীতে ফেলে দেয়া হয়।