৭ মে ১৯৭১ঃ বিভিন্ন জেলা মহকুমায় শান্তি কমিটি গঠন
এডভোকেট নুরুল হক মজুমদারকে আহ্বায়ক করে বরিশাল শান্তি কমিটি এডভোকেট এ কে ফজলুল হক কে আহবায়ক করে পটুয়াখালী শান্তি কমিটি গঠিত হয়। এডভোকেট জুলমত আলী খানকে আহ্বায়ক করে টাঙ্গাইল শান্তি কমিটি এডভোকেট মুজিবুল হক কে আহ্বায়ক করে ময়মনসিংহ শান্তি কমিটি গঠন করা হয়েছে। প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী খান বাহাদুর সৈয়দ মোহাম্মদ আফজালকে প্রদান করে পিরোজপুর মহকুমা শান্তি কমিটি গঠন করা হয়। এদিন সাবেক এমসিএ সৈয়দ শামশুর রহমান আহ্বায়ক করে যশোর শান্তি কমিটি, সাবেক এমএনএ একেএম ইউসুফ আহ্বায়ক করে খুলনা শান্তি কমিটি, সাবেক এমএনএ সিরাজুল ইসলামকে আহ্বায়ক করে রংপুর শান্তি কমিটি, সাবেক এমএনএ আজিজুর রহমান আহ্বায়ক করে কুমিল্লা শান্তি কমিটি গঠিত হয়। সাবেক এমএলএ আব্দুস সালামকে আহ্বায়ক করে ব্রাহ্মণবাড়িয়া শান্তি কমিটি গঠিত হয়। মওলানা কাউছকে সভাপতি এবং মৌলবি সাত্তার খানকে সাধারন সম্পাদক করে করে নাটোর শান্তি কমিটি গঠিত হয়।