অপরাহত ‘বাঙলাদেশ’-এর মুক্তি-সংগ্রামের সমর্থনে
যুব-ছাত্রদের কাছে আহ্বান
(ক) আগামী শুক্রবার, ২ এপ্রিল বেলা ১ টা থেকে পশ্চিমবঙ্গ যুবসঙ্-র কার্যালয়ে (১০৭, আচার্য জগদীশচন্দ্র বসু রােড) যুব-ছাত্রদের সপ্তাহব্যাপী রক্ত-সংগ্রহ শুরু হবে। প্রত্যেক যুব-ছাত্রকর্মী অকাতরে রক্ত দান করুন।
(খ) প্রত্যেক অঞ্চলে অর্থ এবং চাল, চিড়া, ডাল প্রভৃতি খাদ্য ও ফাষ্ট’—এইড’ এর জিনিসপত্র সংগ্রহ শুরু করুন।
(গ) উপরােক্ত সংগ্রহ নিয়ে আগামী রবিবার, ৪ এপ্রিল সীমান্ত-পারের মুক্তিযোেদ্ধাদের সঙ্গে সহমর্মী সংহতি জানাতে দুই বাঙলার সীমান্ত অঞ্চলে যুব-ছাত্র সংহতি মিছিল অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৮টায় প্রত্যেক যুব-ছাত্রকর্মীকে শিয়ালদহ মেইন স্টেশনের অনুসন্ধান দপ্তরের সামনে জমায়েত হতে হবে।
প্রতিটি গ্রুপকে সাহায্য-দ্রব্যাদি নিয়ে আসার নির্দেশ দেওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গ যুব-সঙ্
বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশন
সূত্র: কালান্তর, ২৯.৩.১৯৭১