You dont have javascript enabled! Please enable it!

৬ মে ১৯৭১ঃ শরণার্থী প্রসঙ্গে পশ্চিম বঙ্গের গভর্নর শান্তি ধাওয়ান এবং পশ্চিম বিধান সভায় বাংলাদেশ প্রস্তাব পাশ

পশ্চিম বঙ্গের গভর্নর শান্তি ধাওয়ান এক ভাষণে বলেন বাংলাদেশ থেকে ভারতের মাটিতে অবস্থানরত শরণার্থীদের আশ্রয় দেয়া কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নীতি বলে বিবেচিত হবে। তিনি জানান লক্ষ লক্ষ শরণার্থী জীবন বাচাতে ভারতে আশ্রয় নিয়াছে কাজেই পাকিস্তানী শাসকদের বুলেটের মাথায় তাদের ফিরিয়ে দেয়া হবে না।  পশ্চিম বঙ্গ বিধান সভায় বাংলাদেশ সম্পর্কিত একটি প্রস্তাব উত্থাপন করেন মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি প্রস্তাবটি সমর্থন করেন বিরোধী নেতা জ্যোতি বসু। প্রস্তাবে বাংলাদেশকে স্বীকৃতি এবং বাংলাদেশের বাহিনীর জন্য অস্র সাহায্যের প্রস্তাব করা হয়। সোশালিস্ট নেতা সুবোধ বেনার্জি প্রস্তাব পাশে গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করেন। অপর এক প্রস্তাবে বিধানসভা শরণার্থীদের সমস্ত ব্যায় বহন করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান।

 

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!