You dont have javascript enabled! Please enable it!

৫ মে ১৯৭১ঃ মেজর জলিলের ব্যার্থ বরিশাল অভিযান

মেজর জলিল বরিশাল পুনরায় মুক্ত করার উদ্দেশ্যে এমএনএ নূরুল ইসলাম মঞ্জুর ও লে. নাসেরকে সাথে নিয়ে দুটি লঞ্চে ৪০ জন যোদ্ধা ও প্রচুর অস্ত্রশস্ত্রসহ ভারতের শ্যামনগর থেকে বাংলাদেশের দিকে যাত্রা করেন। ৪০ জনের মধ্যে সেনা সদস্য ছিল মাত্র ৪ জন। ৪০ জনকে তিনি দু ভাগে ভাগ করে দুটি লঞ্চে নিলেন। রাস্তা সম্পর্কে জলিলের ভাল ধারনা ছিল না যা ধারণা ছিল ম্যাপ দেখে। প্রথম লঞ্চে লেঃ নাসের নুরুল ইসলাম এমএনএ সহ ২৬ জন ছিলেন বাকীরা ছিলেন ২য় লঞ্চে। লেঃ নাসের আর মঞ্জুকে অপারেশন কম্যান্ডার বানান জলিল কারন একই পথ দিয়ে কয়েকদিন আগে হাসনাবাদ এসেছেন। খুলনার শ্যামনগর উপজিলার খোল পেতুয়া নদীর তীরে গাবুরা নামক চরের কাছে লঞ্চ দুটি পৌঁছলে পাকিস্তানি সৈন্যরা গানবোট দিয়ে আক্রমণ করে। জলিলের বাহিনীও পাল্টা আক্রমন করে। কিন্তু প্রথম লঞ্চটি তাদের আক্রমনে ক্ষতিগ্রস্ত হয়।  পরে পাক গানবোটের আক্রমনে দুটি লঞ্চেই আগুন ধরে যায় এবং অস্ত্রশস্ত্র, গোলাবারুদসহ লঞ্চ দুটি ধ্বংস হয়। প্রথম লঞ্চের যোদ্ধারা পালিয়ে এক বাড়ীতে আশ্রয় নেয়। সে বাড়ীর অভিবাবক ছিলেন দালাল তিনি দুএকদিন পর পাক বাহিনীকে ডেকে এনে লে. নাসের, এম.পি মহিউদ্দিন ও এ্যাডভোকেট সর্দার জালালসহ ২৬ জন যোদ্ধাকে তাদের হাতে তুলে দেন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!