৪ মে ১৯৭১ঃ উড়িষ্যা বিধান সভায় বাংলাদেশকে স্বীকৃতি দানের প্রস্তাব পাস
মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত ১৪০ আসনের বিধান সভার প্রথম অধিবেশনে বিধায়ক গন বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ জানিয়ে একটি প্রস্তাব পাস করে। বিধান সভায় একক সংখ্যাগরিষ্ঠ দল কংগ্রেসের আসন ৫১। এ দলের নেতা বিনায়ক আচার্য বিরোধী দলের নেতা। স্বতন্ত্র পার্টি ৩৬ আসন নিয়ে ২য়। আর এ দল থেকেই মুখ্যমন্ত্রী বিশ্বনাথ দাস আর স্পীকার নন্দ কিশোর মিশ্র। উতকাল কংগ্রেস ৩য় বৃহত্তম দল যার নেতা বিজু পাটনায়েক এবং আসন ৩৩ টি। এ ছাড়া ৪ টি করে আসন আছে প্রজা সোশ্যালিস্ট পার্টি, সিপিআই ,ঝাড়খণ্ড পার্টি এবং স্বতন্ত্র।