You dont have javascript enabled! Please enable it! মুক্তিযুদ্ধে সাজেদা চৌধুরী - সংগ্রামের নোটবুক

মুক্তিযুদ্ধে সাজেদা চৌধুরী

অন্যান্য আওয়ামী লীগ নেতার মতই ৭১ এর এপ্রিলেই সাজেদা চৌধুরী কলকাতায় চলে যান। প্রবাসী সরকার গঠনের পর ভারতে উপস্থিত সকল এমএনএ এবং এমপিএ কে কিছু না কিছু দায়িত্ব অর্পণ করা হয়েছিল। সাজেদা চৌধুরীকে দায়িত্ব দেয়া হয়েছিল আগরতলা নার্সিং প্রশিক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান। তার সাথে একই দায়িত্ব পালন করেন রাফিয়া আখতার ডলি। কলকাতায় তিনি থাকতেন পার্ক সার্কাসের ৩ সোহরাওয়ারদি এভিনিউতে। কিন্তু দায়িত্ব পালন করতেন আগরতলায়। তার সরকারী ফোন নং ছিল ৪৪-৪০৬৭। তিনি দেশে ফিরেন ৭২ এর জানুয়ারীর শেষে যখন অর্থমন্ত্রী তাজউদ্দীন সরকারী সফরে ভারত যান তিনি তাদের সাথেই ফিরেন।