৩ মে ১৯৭১ঃ জেনারেল হামিদের পার্বত্য চট্টগ্রাম সফর
পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল হামিদ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত এলাকা গুলি সফর করেন। সফরে তার সাথে ইস্টার্ন কম্যান্ড জিওসি নিয়াজি ছিলেন। তার সফরকালে তিনি সেনাবাহিনীর সদস্যদের ফুরফুরে মেজাজে দেখতে পান। এসকল সৈন্যরা কয়েকদিন আগে থেকে কুমিল্লা ও চট্টগ্রাম থেকে এসে এখানে অবস্থান নিয়েছে। পথে তারা সকল প্রতিরোধ নির্মূল করে এখানে এসেছেন। এসময় তারা ভারতীয় দুষ্কৃতিকারীদের ফেলে যাওয়া প্রচুর অস্র আটক করে। তারা রামগড় পৌছলে অনুপ্রবেশকারীরা সীমান্তের ওপারে চলে যায়। জেনারেল হামিদ চিকন ছড়ি ক্যাম্পে যেয়ে দেখেন অনুপ্রবেশকারীদের খনন করা বাঙ্কার গুলো পাকিস্তান সেনাবাহিনী ব্যাবহার করছে। চিকনছড়ির যে ব্রিজটি অনুপ্রবেশকারীরা ক্ষতিগ্রস্থ করেছিল পাক বাহিনী তা মেরামত করেছে। পরে জেনারেল হামিদ চট্টগ্রাম নৌ ঘাটি পরিদর্শন করেন। তিনি পিএনএস জাহাঙ্গীরে জাহাজে যান এবং সেখানে কিছুক্ষন অবস্থান করেন। পরে পোর্ট ট্রাস্ট চেয়ারম্যান জেনারেল হামিদকে বন্দরের কাজকর্ম সমুহ ঘুরে ঘুরে দেখান।