You dont have javascript enabled! Please enable it!

৩ মে ১৯৭১ঃ খুলনায় সবুর খান বলেন

শান্তি কমিটির উদ্যোগে খুলনায় ইস্টার্ন জুট মিল ও খুলনা টেক্সটাইল মিলস প্রাঙ্গনে দুটি শ্রমিক সভায় সবুর খান বলেন, আমাদের বীর সেনাবাহিনী ভারতীয় চরদের নির্মূল অভিযানে বেস্ত আছে। এ অভিযানে আমাদের জওয়ানগণ যেখানেই পৌঁছেছেন সেখানেই স্থানীয় জনগন তাদের সাদর সম্বর্ধনা জানাচ্ছেন। জনগন স্বতঃস্ফূর্ত হিসেবে বেরিয়ে এসে তাদের ত্রানকর্তা হিসেবে অভিনন্দন জানাচ্ছে। তিনি বলেন অনুপ্রবেশকারীরা দেশের আনাচে কানাচে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এদের দমনে আমাদের সেনাবাহিনী উল্লেখ করার মত কোন বাধা প্রাপ্ত হচ্ছে না। এতে মনে হচ্ছে ভারত এখন আমাদের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস ও খাদ্য শস্য লুট করে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে। খুলনা থেকে ৭ মাইল দূরে মহেশ্বর পাশায় সভায় সাবেক প্রাদেশিক মন্ত্রী আমজাদ খান ও বক্তৃতা করেন। তিনি বলেন কতিপয় ব্যক্তি ব্যতীত ‘বাঙালি জাতীয়তাবাদ’ পাকিস্তানিরা প্রত্যাখ্যান করেছে। এটা কোনো মতবাদই নয়। বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে পাকিস্তানের জন্ম হয়েছে। পাকিস্তানকে আমরা ধ্বংস হতে দিতে পারি না আমরা সবাই পাকিস্তানি জাতীয়তাবাদের পক্ষে। জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো।

 

[pdf-embedder url=”https://songramernotebook.com/wp-content/uploads/securepdfs/2021/05/৩-মে-১৯৭১ঃ-খুলনায়-সবুর-খান-বলেন-.pdf” title=”৩ মে ১৯৭১ঃ খুলনায় সবুর খান বলেন”]

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!